কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। গতকাল শনিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগ দলীয় সাংসদ মো. আলী আশরাফ মারা যান।
শূন্য ওই আসনের জন্য মনোনয়ন পেয়েছেন নাক, কান ও গলার বিশেষজ্ঞ চিকিৎসক প্রাণ গোপাল দত্ত। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন। প্রেস বিজ্ঞপ্তি।