কুমিল্লা মডার্ণ হাইস্কুল ও ফেনী আলিয়া কামিল মাদ্রাসার জয়

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্ব

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১১:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বে গতকাল বুধবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লা মডার্ণ হাইস্কুল এবং ফেনীর আলিয়া কামিল মাদ্রাসা নিজ নিজ খেলায় জয়লাভ করে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কুমিল্লা মডার্ণ হাইস্কুল ৬ উইকেটে বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসাকে পরাজিত করে। টসে জিতে কুমিল্লা প্রথমে ব্যাট করতে পাঠায় বান্দরবানকে। বান্দরবান ৩৪.১ ওভার ব্যাট করে সব উইকেট হারায় মাত্র ৭৮ রানে। দলের পক্ষে সাফায়েত ২৪ এবং জায়েদ মিয়া ১৭ রান করে। সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ২৬ রান থেকে। কুমিল্লার পক্ষে ফরহাদ হোসেন ৪টি এবং লুৎফুর রহমান জয় ৩টি উইকেট লাভ করে। ১টি করে উইকেট পায় জিহাদ হোসেন, মুস্তাফিজ এবং ইবনে মাহিম আসিফ।

জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা ৮.৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৮০ রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার ফারহান লাবিব ৩৪ এবং আফনান ইন্তিহাদ ১৯ রান করে। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। বান্দরবানের পক্ষে জায়েদ মিয়া ২টি এবং সৈয়দ নাহিদ ১টি উইকেট লাভ করে।

সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় ফেনী আলিয়া কামিল মাদ্রাসা ৭ উইকেটে খাগড়াছড়ি সরকারি হাইস্কুলকে পরাজিত করে। টসে জিতে খাগড়াছড়ি প্রথমে ব্যাট করে। ৩৬.১ ওভার ব্যাট করে তারা ১০২ রান তুলে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে ওপেনার আল নোমান ৩৬,বিল্লাল হোসেন ১৩ এবং তরিকুল ইসলাম ১১ রান করে। অতিরিক্ত থেকে আসে ১৯ রান। ফেনীর মনির হোসেন ১৭ রান দিয়ে একাই ৫ উইকেট দখল করে। এছাড়া মুন্তাহার এবং আবদুল আবিদ ২টি করে উইকেট পায়।

জবাবে ফেনী আলিয়া কামিল মাদ্রাসা ২৬.৫ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে নেয়। দলের হয়ে মুন্তাহার ইবনাত ২২ এবং আবদুল আবিদ ২৩ রান করে অপরাজিত থাকে। ওপেনার শাহেদুল ইসলাম করে ১৯ রান। অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ৩৪ রান। খাগড়াছড়ির পক্ষে ১টি করে উইকেট নেয় আশাদুল হক, বিল্লাল হোসেন এবং মনন চাকমা।

পূর্ববর্তী নিবন্ধআইসিসির ফেব্রুয়ারি মাস সেরা শুবমান গিল ও অ্যালানা কিং
পরবর্তী নিবন্ধগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ