কুমিরায় ৮৫০ মৎস্যজীবী পরিবারে চাল বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৬ জুন, ২০২১ at ১০:২৯ পূর্বাহ্ণ

জাটকা আহরণে বিরত থাকায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নে ৮৫০টি মৎস্যজীবী পরিবারের মাঝে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তালিকাভুক্ত মৎস্যজীবীদের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
এ সময় কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুজিবুর রহমান, কুমিরা ইউপি আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন সওদাগর, ইউপি সচিব শোভন ভৌমিক, গাজী সেকান্দর, ইউপি সদস্য আলাউদ্দিন, খোরশেদ আলম, রফিকুল আলম, জামাল উদ্দিন, দিলুয়ারা, ফাতেমা বেগম, জসীম উদ্দিন, খুরশীদ আলম, সালাহউদ্দিন, আলমগীর আজাদ, ইব্রাহীম, মোকসুদ আলী, নুরুল আলম, মাহবুব আলম, কামাল উদ্দিন, তাজুল ইসলাম মধু, ইকবাল হোসেন, জাফর আহমদ, মো. হাসান, সামছুল আলম, সুফিয়ান, হাজী নাছির উদ্দিন, জহুর আলম, খোরশেদ আলম, মো. আলী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউদ্দিন রাজু উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েল-ফিলিস্তিন ফের উত্তেজনা
পরবর্তী নিবন্ধসিরাজ খাতুন