কুমিরায় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ৪:১৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় স্টার লাইন পরিবহনের বাসের ধাক্কায় কিরঙ্গ দাস (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিরার উত্তর মসজিদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিরঙ্গ দাস একই এলাকার রহিনী দাসের স্ত্রী। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, বাস চাপায় এক বৃদ্ধা পথচারী মারা গেছেন। লাশটি উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহতের ভাই জানান, তার বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ৮২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন-এ ক্যাপসুল
পরবর্তী নিবন্ধলামায় ফেসবুকে হতাশাগ্রস্ত যুবকের সুইসাইড স্ট্যাটাস পুলিশ হস্তক্ষেপে রক্ষা