কুমিরায় ইউনিয়ন আ. লীগের কর্মী সমাবেশ

| শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এক কর্মী সমাবেশ কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।সভার প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কিশোর কান্তি ভৌমিক।সমাবেশে সভাপতিত্ব করেন কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ আবদুল মতিন। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ নাছির উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলমগীর রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এমরান, আওয়ামী লীগ নেতা সামছুল আলম, হারুন অর রশিদ, কুমিরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, যুবলীগ নেতা মোঃ শওকতুল ইসলাম, মোঃ শাকিল, মোঃ আকবর, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান মিল্কি, ছাত্রলীগ নেতা তৌহিদুজ্জামান মেজবান, নুরউদ্দিন মিঠু, রায়হান উদ্দিন, মোঃ ইলিয়াস, সাব্বিরুল আলম দিপু, ফাহিম চৌধুরী প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন বাহার।সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন সৎ, ত্যাগী ও নিষ্ঠাবান ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ জামাত বিএনপির পৃষ্ঠপোষক আল জাজিরা টেলিভিশনে জননেত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধপ্রবর্তক সংঘে মীরা সিংহের স্মরণানুষ্ঠান