কুন্তল বড়ুয়া একাডেমিক কাউন্সিলের সদস্য মনোনিত

চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট

| বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১১:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক, বিশিষ্ট নির্দেশক অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের একাডেমি কাউন্সিলের সদস্য হিসেবে মনোনিত হয়েছেন। ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট আইন ২০১৩ (সংশোধনী-২০১৯) এর আলোকে গভর্নিং বডির ২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ২ বছরের জন্য অ্যাডহক ভিত্তিতে তাকে মনোনিত করা হয়। ১৭ সদস্য বিশিষ্ট একাডেমিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া। এই কমিটি ইনস্টিটিউটের সকল কোর্সের সিলেবাস/কারিকুলাম পর্যালোচনা করবেন এবং কোর্স আউটলাইন ও শিক্ষক নির্বাচনসহ একাডেমিক বিষয়ে মতামত প্রদান করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেই ঠিকাদার ও জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
পরবর্তী নিবন্ধসৌদিতে দুর্ঘটনায় আহত বাঁশখালীর আমিনুলের মৃত্যু