কুতুবদিয়ায় মালেক শাহের ওরশ ১৯ ফেব্রুয়ারি

| শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

আধ্যাত্মিক সাধক, হজরতুল আল্লামা শাহ আবদুল মালেক আল কুতুবীর (.) ২৩তম বার্ষিক ওরশ ও ফাতেহা আগামী ১৯ ফেব্রুয়ারি কুতুবদিয়ার কুতুব শরীফ দরবারে অনুষ্ঠিত হবে। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ফজরের নামাজের পর খতমে কোরআনের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর জিকির, মিলাদ, জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে ওরশের কর্মসূচি শেষ হবে।

ওরশ উপলক্ষে ভক্তঅনুরক্তদের আসাযাওয়ার সুবিধার্থে গত ১৪ ফেব্রুয়ারি হতে জেটিঘাটে পল্টুন স্থাপন করেছে বিআইটিএ কর্তৃপক্ষ। বর্তমানে কুতুবদিয়া চ্যানেল অত্যন্ত শান্ত থাকায় রাতদিন সমানতালে নিরাপদে আসাযাওয়া করা যাবে এ মহান অলির আধ্যাত্মিক মিলনমেলায়।

১৯ ফেব্রুয়ারি প্রধান দিবসে দেশবরেণ্য আলেমগণের ওয়াজনসিহত ও বিভিন্ন জ্ঞানীগুণিদের স্মৃতিচারণমূলক বক্তব্য এবং যিকিরআযকার শেষে গভীররাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ আখেরী মোনাজাত করবেন দরবার পরিচালক ও গদিনশীন শাহ্‌জাদা শেখ ফরিদ আলকুতুবী (মা.জি..)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে তিন আউলিয়ার বার্ষিক ওরশ আজ
পরবর্তী নিবন্ধভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা