রাউজানের ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী পরিবারের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও আজ দিনব্যাপী নানান মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে কুণ্ডেশ্বরী মায়ের বাৎসরিক পূজার আয়োজন করা হয়েছে। পূজার আয়োজনের মধ্যে রয়েছে কুণ্ডেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গনে সকালে বাল্য ভোগের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ১০টায় পূজা, ১১টায় যজ্ঞ, দুপুর ১২টায় পুস্পাঞ্জলি অর্পণ ও দুপুর ১টা থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত একটানা চলবে। বর্তমানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব সিংহ, পরিচালক বাসুদেব সিংহসহ পরিবারের অন্য সদস্যরা কুণ্ডেশ্বরী পূজা ও মেলার আয়োজন অব্যাহত রেখেছেন। শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহের পরিবারের নিজস্ব উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্থীর আগমন ঘটে।
দিনব্যাপী পূজায় সকালকে উপস্থিত থাকার জন্য নমিতা সিংহ, রাজীব সিংহ ও বাসুদেব সিংহ কুণ্ডেশ্বরী ভবনে কুণ্ডেশ্বরী মায়ের পূজায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।