কুচক্রী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে

দক্ষিণ জেলা আ.লীগের বর্ধিত সভায় বক্তারা

| সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

আগামী ৩০ আগস্ট নগরীর জিইসি কনভেনশন সেন্টারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে গতকাল রোববার আন্দরকিল্লাস্থ কার্যালয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে চিহ্নিত কুচক্রী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নিজেদের ঐক্য বজায় রাখতে পারলে এই সকল কুচক্রী গোষ্ঠীর সকল ষড়যন্ত্র নস্যাৎ হতে বাধ্য। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং সাংগঠনিক দায়িত্ব পালন করব।সভায় আগামী ৩০ আগস্টের সভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন প্রদীপ দাশ, অ্যাড. জহির উদ্দিন, অ্যাড. মির্জা কছির উদ্দিন, নুরুল আবছার চৌধুরী, খোরশেদ আলম, বোরহান উদ্দিন এমরান, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, ডা. তিমির বরণ চৌধুরী, মোস্তাক আহমদ আঙ্গুর, হায়দার আলী রনি, মাহবুবুর রহমান শিবলী, আবুল কালাম আজাদ, নুরুল আমিন চৌধুরী, অধ্যাপক হারুনুর রশিদ, আবু আহমদ জুনু, অধ্যাপক আবদুল গফুর, পটিয়া পৌর মেয়র আয়ুব বাবুল, তৌহিদুল ইসলাম চৌধুরী, আবদুর রহিম, এম এ মালেক, মো. জসিম উদ্দিন, শামীমা হারুন লুবনা, দিদারুল ইসলাম, জহুরুল ইসলাম জহুর, মোহাম্মদ জোবায়ের, আতিকুর রহমান চৌধুরী, দিদারুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে পানিতে ভাসমান দুটি লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধজাতীয় শোক দিবস উপলক্ষে চবি হলুদ দলের আলোচনা সভা