নগরীর সিআরবি এলাকায় মাটিচাপা দেয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রেলওয়ে হাসপাতালের পেছনে গতকাল রোববার দুপুরে মরদেহটি কুকুর মুখে করে নিয়ে যাবার চেষ্টা করলে কয়েকজন শিশু–কিশোর ধাওয়া দিয়ে সেটি উদ্ধার করে। পরে নবজাতকটির মরদেহ নিজেদের হেফাজতে নেয়
পুলিশ। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির আজাদীকে বলেন, আমাদের ধারণা, মৃত নবজাতকটিকে গভীর রাতে কে বা কারা হাসপাতালের পেছনে পাহাড়ে শহীদ মিনারের পাশে মাটিচাপা দিয়েছিল। দুপুরে কুকুর সেই মাটি খুঁড়ে মরদেহটি টেনেহিঁচড়ে ওপরে তুলে নিয়ে আসে। কাছেই
কয়েকজন শিশু–কিশোর খেলছিল। তারা কুকুরটিকে ধাওয়া দেয়। কুকুর সেটি মুখ থেকে ফেলে চলে যায়। খবর পেয়ে আমরা গিয়ে উদ্ধার করি।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।