চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এলিট পেইন্ট এন্ড ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লি: এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এলিট পেইন্ট রাবেয়া সিরাজ স্মৃতি কিশোর ফুটবল লীগ আগামী ২১ জুলাই চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে শুরু হবে।
উক্ত লগিে অংশগ্রহণকারী দলসমূহকে আজ ১৯ জুলাই বিকাল ৫টার পর থেকে খেলার ফিক্শ্চার সিডিএফএ কার্যালয় হতে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।