কিশোরগঞ্জ সাইনিং সাইনারস একাডেমি চ্যাম্পিয়ন

আমেনা খাতুন স্মৃতি মহিলা ফুটসাল টুর্নামেন্ট

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:২৬ পূর্বাহ্ণ

আলহাজ্ব নাসির উদ্দীন মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত আমেনা খাতুন স্মৃতি মহিলা ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ সাইনিং সাইনারস একাডেমি। গত রোববার রাতে বেপারী পাড়াস্থ এন এইচ টি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় কিশোরগঞ্জ সাইনিং সাইনারস একাডেমি টাইব্রেকারে ২১ গোলে ঢাকা সাইনাজ একাডেমিকে পরাজিত করে শিরোপা জয়েল আনন্দে ভাসে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় মনোনীত হয় ঢাকা সাইনারস একাডেমির এনি চাকমা। টুর্নামেন্টে তৃতীয় হয় ঢাকার নাসরিন একাডেমি। দুই দিন ব্যাপি এই টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মো: মসিউর রহমান চৌধুরী। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এন এইচ টি হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীরের সভাপতিত্বে এবং সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনির সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর প্রসেনজিৎ দত্ত রাজু, ওয়াসিম কামাল রাজা, ওপিএ এর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস উল্লাহ, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের তায়কোয়ানডো কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন, সাবেক কৃতী ফুটবলার দেবাশীষ বড়ুয়া দেবু, এন এইচ টি হোল্ডিংস লিমিটেডের এজিএম জুনায়েদ রহমান তানিন সগ অংশগ্রহণকারী দল সমূহের খেলোয়াড় এবং কর্মকর্তাবৃন্দ। চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজিত দুই দিন ব্যাপি এই ফুটসাল টুর্নামেন্টে ১০ টি দল অংশ গ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধরিজেন্সি স্পোর্টস ক্লাবের ফুটবল কমিটি গঠন
পরবর্তী নিবন্ধকুল ওয়ারিওরস চট্টগ্রামের লোগো ও জার্সি উন্মোচন