কিরগিজ ক্লাবের কাছে হেরে গেল আবাহনী

| বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফেই যাত্রা থেমে গেল ঢাকা আবাহনীর। জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচে ঢাকা আবাহনী ০২ গোলে কিরগিজস্তানের এফসি মুরাস ইউনাইটেডের কাছে হেরেছে। এতে কিরগিজ ক্লাব এএফসির অভিষেক আসরেই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই গোল পায় কিরগিজ ক্লাব। বাম প্রান্ত থেকে বাতসুলার ক্রসে বক্সে লাফিয়ে দুর্দান্ত জোড়ালো হেড করেন জুমাশেভ। আবাহনীর ডিফেন্ডাররা তাকে মার্কিংয়ে রাখতে পারেননি। গোলরক্ষক মিতুল মারমাও হয়ে পড়েন নির্বাক দর্শক। কিরগিজ ক্লাব মুরাস দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করে।

পূর্ববর্তী নিবন্ধতরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ার মাধ্যমে বেকারত্ব হ্রাস করতে হবে
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটারদের বাছাই ১৬ আগস্ট থেকে