কিয়েভকে আর অস্ত্র সরবরাহ করবে না পোল্যান্ড

| শুক্রবার , ২২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

শস্য আমদানি নিয়ে বিতর্কেল জেরে ইউক্রেনের কট্টর মিত্র দেশ বলে পরিচিত পোল্যান্ড এখন থেকে আর কিয়েভকে অস্ত্র সরবরাহ না করার ঘোষণা দিয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, কিয়েভকে অস্ত্র দেওয়ার পরিবর্তে আরও আধুনিক অস্ত্র দিয়ে নিজেকে সজ্জিত করার দিকে মনোনিবেশ করবে তার দেশ। এর আগে জাতিসংঘে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির করা মন্তব্যের জন্য ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে তলব করেছিল পোল্যান্ড। নিজ নিজ দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় সস্তায় ইউক্রেন থেকে শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় কিয়েভের তিন প্রতিবেশী দেশ। বিপরীতে কিয়েভ থেকে খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য স্লোভাকিয়া, পোল্যান্ড এবং হাঙ্গেরি বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে মামলা দায়ের করে ইউক্রেন। খবর বাংলানিউজের।

রুশ আগ্রাসনের শিকার কিয়েভের অভিযোগ, ইউক্রেনের ইইউ প্রতিবেশীদের এই ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বাধ্যবাধকতার লঙ্ঘন। শস্য আমদানি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির একদিন পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বুধবার (২০ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত ঘোষণা করেন।

ইউক্রেনরাশিয়া যুদ্ধের পর থেকে কৃষ্ণসাগরে জাহাজ চলাচলের প্রধান রুট বন্ধ হয়ে যায়। বিকল্প রুট হিসেবে স্থল পথে কিয়েভের ইউরোপীয় প্রতিবেশী দেশ গুলোতে প্রচুর পরিমাণে শস্য ঢুকতে থাকে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধাকে হারিয়ে বড় বাধা টপকালো ব্রাদার্স
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৪.৪৭ কোটি টাকা