কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসো’র বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

| সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ইপিজেড কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসোসিয়েশনের (কেয়া) উদ্যোগে বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রোববার সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মো. রফিকুল ইসলাম মল্লিক, সাজ্জাদুল করিম খান ও শহিদুল্লাহ শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর আফরোজা কালাম, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ আবদুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন কেয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মইনুদ্দিন কাদের লাভলু, কেয়ার মহাসচিব এম. নজরুল ইসলাম খান।

এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক মো. এনায়েত হোসেন, মো. খবির উদ্দিন, মো. ফারুক হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. আবু জাফর, মো. জাকির হোসেন বশার, মো. মিরাজ মাহমুদ, মো. আশরাফুল ইসলাম, মো.রুবেল শেখ, মোসা. ইয়াসমিন ইসলাম, মো. পারভেজ, মোসা. শামীমা, মোহাম্মদ ইলিয়াছ হোসেন, মো. সাইফুল্লাহ সিদ্দিকী, মোসা. আফরোজা খাতুন, মাওলানা মোহাম্মদ ইয়াসিন, মো. নুরুদ্দিন, মো. এলেম উদ্দিন, মো. আব্দুর রহিম, মো. মাহবুব, রুমানা পারভীন, শিরিন আক্তার, কনিকা দাস, লাকি দাস, লাকি আক্তার, মাহফুজা, তানজিনা প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে সংবর্ধিত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরবার এ বেতাগী আস্তানা শরীফে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধপানিবন্দি মানুষের পাশে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম