কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি জরুরি

কিডনি রোগী কল্যাণ সংস্থার সভায় ওয়াহিদ মালেক

| বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

কিডনি রোগী কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা গতকাল বুধবার মোমিন রোডস্থ দৈনিক আজাদী ভবনের কনফারেন্স হলে কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি ওয়াহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অর্থসম্পাদক সাংবাদিক মো. হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহাসান, সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ওবায়দুল হক মনি, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলমগীর, আহসান হাবীব বাবু, সৈয়দ আবু মুসা, সরওয়ার কামাল, দীপংকর বোস, মোহাম্মদ আবদুল আলী প্রমুখ।

সভাপতির বক্তব্যে দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ও কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি ওয়াহিদ মালেক বলেন, দেশে কিডনি রোগের উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকলেও তা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তাই প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি। কিডনি মানবদেহের একটি অপরিহার্য অঙ্গ। কিডনি রোগের দুষ্প্রাপ্য, ব্যয়বহুল চিকিৎসায় ভুক্তভোগী এবং নির্মম বাস্তবতার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত হতদরিদ্র কিডনিরোগী ও ভুক্তভোগী পরিবারের বুকফাটা বোবাকান্না ও নির্মম কষ্টের আওয়াজ সরকার, সামর্থ্যবান ও মানবিক সমাজে ছড়িয়ে দিয়ে সর্বজনীন সহযোগিতা ও উদ্যোগের মাধ্যমে জীবন রক্ষার প্রয়োজন। তিনি বলেন, ৬৮ হাজার গ্রামবাংলার অগণিত হতদরিদ্র কিডনি রোগী চিকিৎসা বঞ্চিত হয়ে অকালে মৃত্যুবরণ করছে। অপরদিকে সীমিত সাধ্যের গুটিকয়েক কিডনি রোগীর ডায়ালাইসিস অর্থাভাবে মাঝপথে বন্ধের কারণে ব্যাপক হারে কিডনি রোগীর মৃত্যু আমাদের ভাবিয়ে তুলেছে। কোনো একক ব্যক্তি বা পরিবারের পক্ষে কিডনি রোগের ব্যয়বহুল চিকিৎসা সামাল দেয়া সম্ভব নয়। কার্যনির্বাহী পরিষদের সভা শেষে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানের জন্মদিন উপলক্ষে সংস্থার পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থী বিনিময় যত বাড়বে, উচ্চ শিক্ষার মান তত উন্নত হবে
পরবর্তী নিবন্ধমুশফিক-লিটন-মুমিনুল, তাইজুল, মুরাদের উন্নতি