কিডনি রোগী কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা গত রোববার সন্ধ্যায় দৈনিক আজাদী ভবনের কনফারেন্স হলে সংস্থার সভাপতি ওয়াহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ওয়াহিদ মালেক বলেন, কিডনি রোগ মহামারীর মত রূপ নিচ্ছে এবং দেশের ১৮ কোটি লোকের মধ্যে দুই কোটি লোকই কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। তিনি বলেন, কিডনি রোগের চিকিৎসা এমনিতেই ব্যয়বহুল, তার উপর বর্তমানে ডায়ালাইসিস মেডিসিন ও কিট এর দাম বৃদ্ধি পাচ্ছে। এতে করে আর্তপীড়িত রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে অনেকে অকালে মৃত্যু বরণ করছেন। এহেন পরিস্থিতিতে হতদরিদ্র কিডনি রোগীদের জন্য সামর্থ্যবান প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে বিশেষ কিছু করা প্রয়োজন। তিনি বলেন, কিডনি রোগ এবং এর চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। মানুষকে এই রোগের ঝুঁকি এবং প্রতিকারের উপায় সম্পর্কে জানাতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ ও বিভিন্ন বেসরকারি সাহায্য সংস্থাকে রোগীদের পাশে এসে দাঁড়াতে হবে। তিনি বলেন, বন্দর নগরী চট্টগ্রামে অচিরেই ১০০ শয্যা বিশিষ্ট কেপিডব্লিও এম. এ মালেক ডায়ালাসিস সেন্টার ও পর্যায়ক্রমে একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত কিডনী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। সভায় বক্তব্য রাখেন সংস্থার আজীবন সদস্য ও কিডনী ট্রান্সফারেন্ট সোসাইটির সাব কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জিয়া হাবীব আহাসান। সংস্থার অর্থ–সম্পাদক মো. হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংস্থার সহ–সভাপতি কাজী আশরাফুল হক জীবন, সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ওবায়দুল হক মনি, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলমগীর, আহসান হাবীব বাবু, মোহাম্মদ আরিফ, দীপংকর বোস,মোহাম্মদ আবদুল আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।