কিডনি রোগী কল্যাণ সংস্থার তহবিলে ১ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর

আনোয়ারা আলম ফাউন্ডেশন

| মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

কিডনি রোগী কল্যাণ সংস্থা পরিচালিত লায়ন এম এ মালেক ডায়ালাসিস সেন্টারে এক লক্ষ টাকা অনুদান দিলেন আনোয়ারা আলম ফাউন্ডেশনের পরিচালক জাবেদুল আলম। কিডনি রোগী কল্যাণ সংস্থার উপদেষ্টা দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এক লক্ষ টাকা অনুদানের চেক নিজে গ্রহণ করেন। গত ১৬ নভেম্বর মোমিন রোডস্থ দৈনিক আজাদী কার্যালয়ে কেপিডাব্লিউএএম এ মালেক ডায়ালাইসিস সেন্টারের জন্য কিডনি রোগী কল্যাণ সংস্থার ফান্ডে এক লক্ষ টাকার অনুদান প্রদান করেন আনোয়ারা আলম ফাউন্ডেশনের এই বোর্ড মেম্বার।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক, কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি ওয়াহিদ মালেক, আজীবন সদস্য এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম আজাদ, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, প্রচার সম্পাদক মুহাম্মদ ওবায়দুল হক (মনি), ফাউন্ডেশনের সেক্রেটারী মোহাম্মদ আলমগীর পারভেজ, কোষাধ্যক্ষ শাহেদুল আলম, মোহাম্মদ শাহ আলম, কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতার একমাত্র পুত্র হামিমুল মিল্লাত ও অফিস কর্মকর্তা মো. আবদুল আলী প্রমুখ।

আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, ১৮ কোটি জনসংখ্যার এই বাংলাদেশে ২ কোটিরও অধিক মানুষ কোনোনাকোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। মরণব্যাধি কিডনি রোগের দীর্ঘমেয়াদী চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। প্রবাদ আছে : ‘কিডনি রোগী মরেও যায়, মেরেও যায়’। জটিল কিডনি রোগীদের প্রতিমাসে ৮ বা ১২টি ডায়ালাইসিস গ্রহণ বাধ্যতামূলক। শুধুমাত্র ডায়ালাইসিস খাতে একজন রোগীর প্রতিমাসে ৫০ হাজার টাকার বেশি ব্যয় হয়। তাছাড়া ডাক্তার ভিজিট, পরীক্ষানিরীক্ষা, মেডিসিন, ব্লাড ও ইনজেকশনসহ সিসিইউ, আইসিইউ ভর্তির ক্ষেত্রে চিকিৎসা ব্যয়ের কোনো সীমাপরিসীমা থাকে না। বাস্তবে ভুক্তভোগী পরিবারের জন্য মৃত্যুই যেন মুক্তি। তিনি সর্বস্তরের জনগণকে গরীব রোগীদের মানবিক স্বাস্থ্যসেবার জন্যে একটি আধুনিক কিডনি হাসপাতাল প্রতিষ্ঠান গড়ে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আকুল আবেদন জানান। উল্লেখ্য, মরহুম সাংবাদিক এস এম জাহেদুল হকের অক্লান্ত পরিশ্রমে সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠা লাভের পর আজাদী পরিবারসহ বিশিষ্টজনেরা সংস্থার সাথে একাত্ম হয়ে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের একটি আধুনিক কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার জন্যে কাজ করে যাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্পিকারের দায়িত্ব-ক্ষমতা পেলেন আসিফ নজরুল
পরবর্তী নিবন্ধক্ষমতায় গেলে অভ্যুত্থানের ‘শহীদদের’ নামে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান : তারেক