কিডনি ফাউন্ডেশন সিলেটে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে ব্র্যাক ব্যাংকের সহায়তা

| বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৫৩ পূর্বাহ্ণ

কিডনি ফাউন্ডেশন সিলেটএর নতুন ভবনে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে অর্থ সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই সহায়তা স্বাস্থ্যসেবা খাতে অবদান রাখতে ব্যাংকটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এই উদ্যোগটি স্বাস্থ্য খাতে নেওয়া ব্র্যাক ব্যাংকের অনন্য ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আমি’এর অধীনে নেওয়া হয়েছে, যার লক্ষ্য হলো সারা বাংলাদেশে দরিদ্র মানুষদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। নতুন উদ্বোধন হওয়া কিডনি ফাউন্ডেশন সিলেটে রোগীদের জীবন রক্ষাকারী কিডনি ডায়ালাইসিস সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাকের ভিশনারি প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের নামে একটি ফ্লোরের নামকরণ করা হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সহায়তার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্যাংকটি সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস সেবা প্রদানের লক্ষ্যে ‘স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ড’এও অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। গত ৫ সেপ্টেম্বর ফাউন্ডেশনে আয়োজিত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সেক্রেটারি জেনারেল কর্নেল মোহাম্মদ আবদুস সালাম (অব.) বিপি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটাইটেল স্পন্সর হল আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক
পরবর্তী নিবন্ধমুহাম্মদ (সা.) এর আদর্শই পারে মুক্তির পথ দেখাতে