বিশ্ব কিডনি দিবস–২০২৪ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সম্মেলন কক্ষে বৈজ্ঞানিক সভার আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় চমেক হাসপাতাল নেফ্রোলজি বিভাগ, কিডনি কেয়ার সোসাইটি এবং বাংলাদেশ রেনাল এসোসিয়েশনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার, চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ার উল হক শামীম, চমেক হাসপতাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবদুস সাত্তার। চমেক হাসপাতাল নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রোজান্না বিনতে কামাল এবং সঞ্চালনা করবেন কনসালটেন্ট ডা. মেরিনা আরজুমান্দ।












