পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আয়োজক কমিটির তত্ত্বাবধানে সৌদি আরব রিয়াদের বাথাস্থ ডিমোরা হোটেলের গার্নেট হলে পবিত্র ফাতেহা–এ–ইয়াজদাহুম উপলক্ষে ‘গাউছুল আজম কনফারেন্স’ সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ নুরুল আলমের কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নাতে রাসুল (দ.) পরিবেশন করেন সাজ্জাদ হোসেন ফাহিম। মাওলানা কামাল উদ্দীন মোজাহেদীর উদ্ধোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া কনফারেন্সে প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন মাওলানা নুরুল আলম নঈমী ও মাওলানা মুহাম্মদ খাজা মঈন উদ্দীন। বক্তারা বলেন– আজকের বিশ্বে মুসলমানদের এই অবক্ষয়ের মূলে রয়েছে আউলিয়ায়ে কিরামের আদর্শ থেকে বিচ্যুতি হয়ে খেয়াল খুশি মতো জীবনযাপন করা এবং নিজেদের গৌরবোজ্জ্বল ইতিহাস–ঐতিহ্য ভুলে গিয়ে বিজাতীয় সংস্কৃতিতে নিজেদের অস্তিত্বকে বিলিয়ে দেয়া। অলীকুল শিরোমনি হযরত আবদুল কাদের জিলানী (রাঃ) সমগ্র মুসলিম জাতির জন্য এক অতুলনীয় আদর্শ। তাই আউলিয়া কেরাম ও হক্কানী আলেমগণের পথ অনুসরণের উপর বক্তাবৃন্দ জোরারোপ করেন। মাওলানা মুহাম্মদ আবদুল হালিমের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা গাজী ওবায়দুল হক ইদ্রিস এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন–কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ আনোয়ার শাহাদাত হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।