কাস্টমস নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির মিলাদ মাহফিল

| বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১২:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল দুপুরে নগরীর আগ্রবাদের একটি কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) এবং ফাতেহায়ে ইয়াজদহম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র খতমে কোরআন ও গাউছিয়া শরীফে অংশগ্রহণ করেন হাফেজ মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন পরিচালিত গাউছিয়া তাহেরিয়া আলিমিয়া সুন্নিয়া একাডেমির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সমাজ জীবনের প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বেপারী পাড়া জুমা মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম আল কাদেরী। পরবর্তীতে সমিতির সকল সদস্য, দেশ ও জাতির উত্তরোত্তর সাফল্য ও উন্নতি কামনা করে মুনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. হাজী ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক মো. এয়াকুব চৌধুরী, অর্থ সম্পাদক শাহেদ কাদেরী, আহ্বায়ক মো. ইব্রাহীম, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম, সদস্য মো. জহিরুল ইসলাম, মো. ওমর মিয়া, আবছার উদ্দিন মিঠু, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ জহিরুল ইসলাম নাঈম, সমাজ কল্যাণ সম্পাদক মো. রফিক, কাষ্টম ও বন্দর বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম খান সদস্য মো. আবছার, মো. আনছার উদ্দিন, মো. শাহেদ, এস এম আল মুরাদ, মো. আলী ও মো. ইয়াসিন। মাহফিল শেষে অনুষ্ঠিত হয় মেজবান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেতার ব্যক্তিত্ব মমতাজ আলী খানের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধদারুল উলুম কামিল মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন