চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা। গতকাল মঙ্গলবার বিকেলে বিজিএমইএ’র সহায়ক কমিটির সদস্য এমডি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে বন্ড কমিশনারেট চট্টগ্রাম কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সৈয়দ নজরুল ইসলাম, সাবেক পরিচালক এ এম মাহাবুব চৌধুরী, হাসানুজ্জামান চৌধুরী, মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ, সাইফ উল্লাহ মনসুর, এ এম শফিউল করিম খোকন, বিজিএমইএ’র অন্যান্য সদস্যবৃন্দসহ কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের ঊধ্বর্তন কর্মকর্তাগণ।
বিজিএমইএ’র সহায়ক কমিটির সদস্য এমডি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণ হিসেবে খ্যাত রপ্তানিকারক তৈরি পোশাক শিল্প আজ ইতিহাসের কঠিন সংকটে। বিগত সরকারের সম্পদ ও অর্থ লুটপাটের জেরে অর্থনৈতিক পরিস্থিতি বেসামাল। টানা মূল্যস্ফীতির চাপ, ডলার সংকট, ব্যাংকিংসহ নানামুখী সমস্যায় মুখ থুবড়ে পড়েছে প্রাণের এই রপ্তানিকারক তৈরি পোশাক শিল্প। বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে যে শিল্প গড়ে উঠেছিল, তা আজ টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ। গত ৫ বছরে আমাদের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ, পক্ষান্তরে বিদেশি ক্রেতা পোশাকের দাম ১ সেন্টও বৃদ্ধি করেনি। নতুন করে আবার শ্রমিকদের ৯ শতাংশ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধিতে আমাদেরকে কঠিন সংকটে ফেলে দিয়েছে। এ অবস্থায় দেশের সকল মানুষের সাথে সরকারের সহযোগিতা ছাড়া এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভবপর নয়। কঠিন এই সময়ে সরকারি বিভিন্ন আইনগত সামষ্ঠিক বিষয়গুলির সহজীকরণ ছাড়া এ শিল্প টিকিয়ে রাখা যাবে না।
তিনি বিশেষ করে কাস্টমস বন্ড সম্পর্কিত এইচএস কোড সংযোজন, বৎসরিক অডিট, এফওসি এবং কাস্টমস বন্ড ম্যানেজম্যান্ট সিস্টেম (সিবিএমএস) ও কাস্টমস বন্ড সংক্রান্ত বিষয়াদি সহজ ও সরলীকরণের মাধ্যমে অতি দ্রুততার সহিত সেবা প্রদানের জন্য কাস্টমস বন্ড কমিশনারকে অনুরোধ করেন।
চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চট্টগ্রাম অঞ্চলে পোশাক শিল্পসহ অন্যান্য শিল্প স্থাপন ও কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বন্ড কমিশনারেট সচেষ্ট রয়েছে। পোশাক শিল্পের বন্ড সংশ্লিষ্ট কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসন পূর্বক দ্রুততার সাথে কার্যক্রম সম্পাদন করা হবে মর্মে তিনি আশ্বাস প্রদান করেন। বন্ড ও বিজিএমইএ’র মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে যেকোন উদ্ভূত সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন ও কার্যক্রম সহজীকরণ করে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে মর্মেও তিনি বিজিএমইএ নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।