পোশাক শিল্প সংশ্লিষ্ট কাস্টমস ও বন্ডের কার্যক্রম আরো সহজীকরণ করার দাবি জানিয়েছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা। গত শনিবার বিকেলে বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক যৌথসভায় এ দাবি জানানো হয়।
সভায় বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, করোনা মহামারির কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দায় বাংলাদেশের পোশাক শিল্প এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বর্তমানে রপ্তানি আদেশ কিছুটা বৃদ্ধি পেলেও ক্রেতা সংকটে পোশাকের মূল্য দিন দিন হ্রাস পাচ্ছে। অপরদিকে অভ্যন্তরীণ বিভিন্ন খরচসহ কাস্টমস সংক্রান্ত জটিলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে নির্ধারিত লিড টাইমের মধ্যে পণ্য চালান রপ্তানি অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে চট্টগ্রাম কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের কার্যক্রমে সমন্বয় সাধন করে পোশাক শিল্পের আমদানিকৃত চালান শুল্কায়ন একই দিনে ডেলিভারির ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যদিকে দেশের কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে পোশাক শিল্প সংশ্লিষ্ট কাস্টমস ও বন্ডের কার্যক্রম সহজীকরণ পূর্বক দ্রুততার সাথে সম্পাদন করাটাও অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিজিএমইএর পরিচালক ও সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, কাস্টমস (বন্ড) বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক পরিচালক লিয়াকত আলী চৌধুরী, কো-চেয়ারম্যান আবছার হোসেন, সদস্য ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী, হাসান জাহেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার তাহমিদ আনোয়ার। উপস্থিত ছিলেন পরিচালক এ এম শফিউল করিম খোকন, এম এহসানুল হক, বিজিএমইএ কাস্টমস বন্ড বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান ও প্রাক্তন পরিচালক আমজাদ হোসেন চৌধুরী, সদস্য আবু হাসনাত চৌধুরী, বিজয় শেখর দাশ, মো. কায়কোবাদ, মো. শাহ নেওয়াজ, রিজোয়ানুল ইসলামসহ প্রমুখ।