চট্টগ্রাম একাডেমির আজীবন সদস্য কবি- শিশুসাহিত্যিক ও নাট্যকার কাসেম আলী রানার তিনটি বইয়ের প্রকাশনা উৎসব গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বই তিনটির ওপর আলোচনা করেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম ও গল্পকার সাংবাদিক বিপুল বড়ুয়া।
সাহিত্যিক সাংবাদিক রাশেদ রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী। আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাডেমির সাবেক মহাপরিচালক কবি জিন্নাহ চৌধুরী, পরিচালক জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, এস এম মোখলেসুর রহমান, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু। বক্তারা বলেন, কাসেম আলী রানা সাহিত্যের নানা শাখায় মেধার স্বাক্ষর রেখে চলেছেন।
কাসেম আলী রানার ‘শুভ জন্মদিন খোকা’ বইয়ের ওপর আলোচনা করতে গিয়ে ড. আনোয়ারা আলম বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে এই গ্রন্থটি বাংলাদেশের ছড়াসাহিত্যে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সংযোজন। প্রতিটি ছড়াতেই বঙঙ্গবন্ধুর প্রতি লেখকের ভালোবাসা ফুটে উঠেছে। ‘কেউ একজন ছিল’ গ্রন্থের ওপর আলোচনাকালে প্রফেসর রীতা দত্ত বলেন, গ্রন্থটি এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো বই। বিজ্ঞান কল্পকাহিনী বা উপন্যাস হিসেবে এটি অনন্য। বিপুল বড়ুয়া ‘কাকের বাসা বকের বাসা’ গ্রন্থের ওপর আলোচনা করতে গিয়ে বলেন, কাসেম আলী রানা শিশুমনস্তত্ব বুঝেই ছড়াগুলো রচনা করেছেন। প্রতিটি ছড়াই শিশুরঞ্জনি। আনন্দময় পাঠ আমাদের শিশুদের জন্য জরুরি-সেটা উপলব্ধি করেছেন লেখক। অনুষ্ঠানে আবৃত্তি করেন সাদিয়া ফেরদৌসী শর্মী ও কায়য়ুম আলী রাফি। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন কবি আবু মুসা চৌধুরী, শিশুসাহিত্যিক আবুল কালাম বেলাল, প্রাবন্ধিক অধ্যাপক বাসুদের খাস্তগীর, কবি জসীম উদ্দিন খান, কবি অমিত বড়ুয়া, শিশুসাহিত্যিক বসিমাইল জসীম, গল্পকার রুনা তাসমিনা, শিশুসাহিত্যিক লিটন কুমার চৌধুরী, কবি তারিফা হায়দার, লেখক তসলিম খাঁ, ছড়াকার রাসু বড়ুয়া, এম কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শেষদিকে কাসেম আলী রানা তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।