জম্মু ও কাশ্মীরের পুলিৎজার পুরস্কার বিজয়ী নারী ফটোসাংবাদিক সানা ইরশাদ মাত্তু ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তাকে প্যারিস যেতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন। গত শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থকে তিনি ফ্রান্সগামী বিমানে উঠতে চেয়েছিলেন। ‘দ্য হিন্দু’ পত্রিকা জানায়, ওইদিনই এক টুইটে মাত্তু বলেন, ফ্রান্সের ভিসা থাকার পরও তাকে দেশের বাইরে যেতে বাধা দেওয়া হয়েছে। টুইটে তিনি লেখেন, সেরেনদিপিতি আলে গ্রান্ত ২০২০ পুরস্কার পাওয়া ১০ জনের একজন হিসেবে একটি বইয়ের মোড়ক উন্মোচন এবং আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে আজ আমার দিল্লি থেকে প্যারিসে যাওয়ার কথা ছিল। ফ্রান্সের ভিসা থাকা সত্ত্বেও দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন ডেস্কে আমাকে আটকে দেওয়া হয়েছে। আমাকে বাধা দেওয়ার কোনও কারণ তারা বলেনি। শুধু বলেছে, আমি আন্তর্জাতিক ভ্রমণে যেতে পারব না। খবর বিডিনিউজের।
বার্তা সংস্থা রয়টার্সের যে দলটি ভারতে কোভিড-১৯ মহামারীর ছবি তুলে ২০২২ সালে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কার জিতেছে, শ্রীনগরের মেয়ে সানা সেই দলের অংশ। কেনো সানাকে বিমানবন্দরে আটকে দেওয়া হল, সে বিষয়ে জানতে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু থেকে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।