কাশফুল প্রীতি

খোদেজা মাহবুব | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

কিছু কাশফুল তুলে রাখলাম

তোমার জন্য

সামনের শরৎ এ দেবো বলে।

এবার তোমাকে খুঁজে পাইনি, তাই দেওয়াও হয়নি আর।

দেবো বলে কত খুঁজেছি,

কোথায় ছিলে শরৎ বেলায়?

নীলাকাশ মাঝে কাশফুলের দোলা যেনো

তোমারই আলিঙ্গন!

আকাশটা শুভ্রতার ছোঁয়ায় টানছে কাছে।

এবারের শরৎ বেলায় তোমাকে

কাশফুলের মালা দেব ভেবেছি।

মালার প্রতিটি ফুলের মাঝে সুতো থাকবে না,

থাকবে একগুচ্ছ মায়ার ভাজ।

কাশফুলের ভালোবাসা কতোটা আটকে রাখবে তোমাকে জানিনা।

শুধু জানি, প্রতি শরতে এভাবেই কিছু কাশ তুলে রাখবো,

শুধু তোমার জন্যে।

পূর্ববর্তী নিবন্ধম্যাশআপ
পরবর্তী নিবন্ধসরল পদ্য