কাল সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৩৭তম পবিত্র ওরশ

| শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৬:৫১ পূর্বাহ্ণ

শাহানশাহ্‌ হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (.) ৩৭তম বার্ষিক ওরশ শরিফ আগামীকাল শনিবার ফটিকছড়ির মাইজভাণ্ডার শরিফ দরবারই গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছেখতমে কোরআন, জিয়াউল হক মাইজভাণ্ডারীর (.) জীবনী নিয়ে আলোচনা, জিকিরআজকার ও মিলাদ মাহফিল। আগামীকাল শনিবার বাদ ফজর রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হবে।

রাতে কেন্দ্রীয় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্রপৌত্র গাউসিয়া হক মন্‌জিলের সাজ্জাদানশীন হযরত শাহ্‌সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (.)। ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ফটিকছড়ি উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে। দেশবিদেশ হতে আগত আশেকভক্ত ও জায়েরীনদের জন্য করা হয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। যানবাহন নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন হয়েছে সিসি ক্যামেরা, দায়িত্ব পালন করবে অন্তত হাজারো স্বেচ্ছাসেবক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে শিক্ষিকাকে মারধর করে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরামুতে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু