ফটিকছড়িস্থ জাফতনগর তেলপারই সৈয়দবাড়ি দরবারের অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) এর ২৯তম বার্ষিক ওরশ এবং শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সালানা জলসা আগামীকাল শুক্রবার দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। ওরশের কর্মসূচিতে রয়েছে সকাল ৮টায় খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, বাদে জুমা খতমে বুখারি, উলামায়ে কেরামের তকরির, রাতে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় মুনাজাত ও তবরুক বিতরণ। ওরশ ও সালানা জলসায় সভাপতিত্ব করবেন শাহজাদা সৈয়দ ফছিহুদ্দৌলা। এতে সকলকে অংশ নেয়ার জন্য শাহজাদা সৈয়দ হাসানুদ্দৌলা অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।