কাল ম্যাচ শেষে দেশে ফিরবেন সাকিব

পরিবারের ৫ সদস্য হাসপাতালে

ক্রীড়া প্রতিবেদক ম | মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৯:২২ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকা সফরে থাকা সাকিব আল হাসানের মা এবং তিন সন্তানসহ পাঁচজন এখন হাসপাতালে। সাকিবের মা হৃদরোগে আক্রান্ত হয়ে আছেন এভারকেয়ার হাসপাতালে। এছাড়া সাকিবের একমাত্র ছেলে আইজাহ ও ছোট মেয়ে ইররামেরও শরীর ভালো নয়। ভাবা হচ্ছে তাদের নিউমোনিয়া হয়েছে। তারা দুজনও এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছে। সাকিবের বড় মেয়ে আলাইনাও ঠান্ডা জ্বরে আক্রান্ত। তাকেও একই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া সাকিবের শাশুড়ি ক্যান্সারের রোগী। তার চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতালে। এখন স্ত্রী শিশিরই একমাত্র সুস্থ। তিনিই সবার দেখভাল করে যাচ্ছেন। এমতাবস্থায় সাকিবের চলতি দক্ষিণ আফ্রিকা সফর পড়ে গেছে অনিশ্চয়তায়। যদিও এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পূর্ণ সমর্থন পাচ্ছেন সাকিব। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, পারিবারিক বিষয়ে আমাদের বাধা দেওয়ার প্রশ্নই আসে না।
সাকিব চাইলে দেশে চলে আসতে পারবে। তবে সাকিব চান আগামীকাল সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি খেলে দেশে ফিরতে।
গতকাল দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সাকিব পরিবারের সদস্যদের নিয়ে উদ্বিগ্ন হলেও তিনি শেষ ম্যাচটি খেলে তবেই দেশে ফিরতে চান। সাকিব নিজেও জানেন তাকে ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি জেতা কতটা কঠিন। তাই সাকিব নিজেই দেশে ফেরার সিদ্ধান্ত পরিবর্তন করে শেষ ম্যাচটি খেলে যেতে চান। যদিও পরিবার পরিজন সবার আগে। তারপরও ঢাকা থেকে সাকিবের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন পরিবারের অন্য সদস্যরা। এমনকি বিসিবির কর্মকর্তারাও। তবে সবকিছু পরিস্থিতি উপর নির্ভর করবে। আর সে পরিস্থিতি সকল দিক থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআইপিএলে ডাক পেয়েও খেলতে পারবে না তাসকিন
পরবর্তী নিবন্ধশোভন নাট্যসন্ধ্যা উদ্বোধন