কাল ফটিকছড়ির শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পূর্ণদিবস কর্মবিরতি

| রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

ফটিকছড়ির শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মরহুম মো. জাহাঙ্গীর আলমের উপর গভর্নিং বডি সভাপতির অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের শিক্ষক সমাজ।

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটিসহ চট্টগ্রাম অঞ্চল জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ কলেজের গভর্নিং বডি বাতিলসহ সভাপতিকে প্রতিষ্ঠান থেকে আজীবন নিষিদ্ধের দাবি জানিয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সৈয়দ লকিতুল্লাহ, সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, উত্তর জেলার সভাপতি রনজিৎ কুমার নাথ, সাধারণ সম্পাদক মো. জাকের হোসেন, ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক সৈয়দ আজগর, ফটিকছড়ি (উত্তর) সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. সেলিম এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ গত ৪ মে আন্দরকিল্লাস্থ শিক্ষক ভবনে সংগঠনের নীতি নির্ধারণে বৈঠকে এ কর্মসূচি চূড়ান্ত করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সোমবার ফটিকছড়ি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পূর্ণদিবস কর্মবিরতি এবং সকাল ১০টায় উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ, শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপমন্ত্রী এবং শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নিকট স্মারকলিপি পেশের কর্মসূচি রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনজুমানে তোলাবায়ে সাবেক্বীনের ঈদ পুনর্মিলনী ১২ মে
পরবর্তী নিবন্ধপ্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বুদ্ধ পূর্ণিমা উদযাপন