কাল নুরুল আবছার চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকী

| শুক্রবার , ২৬ জুলাই, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী নুরুল আবছার চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার। এই উপলক্ষ্যে মরহুমের গ্রামের বাড়ি আনোয়ারার থানার শিলাইগড়ায় মরহুমের মাজার জেয়ারত, পুষ্পস্তবক অর্পণ, কোরানখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম নুরুল আবছার চৌধুরী তদানীন্তন পাকিস্তান আমলে ছাত্র ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন এবং ’৬২ এর কুখ্যাত শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলন এবং ’৬৪ এর সর্বজনীন ভোটাধিকার আন্দোলনে অংশগ্রহণ করেন। ’৬৯ এর গণঅভ্যুত্থান ও ’৭১ এর মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন।

তাছাড়া মরহুম নুরুল আবছার চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপদেষ্টা, কসমোপলিটন সিটি বাস্তবায়ন পরিষদ সভাপতি, ইসলামাবাদ টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি পরিচালক, আনজুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ, ডায়াবেটিক সমিতি, মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যসহ বিভিন্ন সেবাসমূহ ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর ফ্রি ব্লাড গ্রুপিং
পরবর্তী নিবন্ধউত্তর হালিশহর রহমানিয়া দরবারে কারবালা মাহফিল