কাল জামায়াতের আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রাম আসছেন

| শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল শনিবার চট্টগ্রাম সফরে আসবেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান। দিনের কর্মসূচি অনুযায়ী, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিকাল ২.৩০ থেকে ৩টার মধ্যে হেলিকপ্টারযোগে প্যারেড ময়দানে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে তিনি আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া (পূর্ব ফিরোজ শাহ কলোনী) বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন। এরপর তিনি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধজুলাই সনদের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার হতে হবে : আখতার