দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনা তারুণ্যের মাঝে ছড়িয়ে দেওয়ার মানসে আগামীকাল শুক্রবার বিকেল চারটায় নগরীর খাস্তগীর স্কুলের সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওপেন এয়ার কনসার্ট। জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে অনুষ্ঠানে অতিথি থাকবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এবং মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। ওয়ার্ড কাউন্সিলর এ সম্পর্কে আজাদীকে বলেন, বর্তমানে একটি সংঘবদ্ধ চক্র চট্টগ্রামসহ দেশজুড়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিতে ব্যস্ত। এ অবস্থায় আমরা চাইছি অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত হোক বাংলাদেশ। ‘উচ্ছ্বাসে আনন্দে সম্প্রীতিতে জামালখান’ স্লোগানে এ কনসার্টের শিরোনাম দিয়েছি ‘সম্প্রীতি উৎসব’।
অনুষ্ঠানের শুরুটা করছি আমরা একটু ভিন্ন আঙ্গিকে। কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠের পর এ চারজন শান্তির প্রতীক কবুতর উড়িয়ে উৎসবের উদ্বোধন করবেন। কনসার্ট পরিবেশন করবে দ্য ডিজায়ার, তিরন্দাজ, সাসটেইন এবং ইলেকট্রনিক ফোর্স ব্যান্ড।












