কাল চন্দনাইশ নিজ বাড়িতে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:৫৮ পূর্বাহ্ণ

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার উপদেষ্টা হওয়ার পর প্রথমবার চন্দনাইশ নিজ বাড়িতে আসছেন। তিনি আগামীকাল শনিবার সকাল ১০টায় চন্দনাইশ পৌরসভার মাস্টার ফৌজুল আজিমের বাসা (আবদুল বারী সওদাগরের বাড়ি) আসবেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর স্বাক্ষরিত এক সরকারি সফরসূচিতে এ তথ্য জানা যায়। ওইদিন তিনি সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও স্বপ্নবিলাস বিদ্যানিকেতন আয়োজিত ‘নবচিন্তা : তরুণদের দক্ষতা ও উন্নয়নের যাত্রা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরে বেলা আড়াইটার সময় তিনি চট্টগ্রামের মৎস্য এবং প্রাণিসম্পদ দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় খামারিদের সাথে মতবিনিয়ম করবেন।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ খালেদ
পরবর্তী নিবন্ধনেস্‌লে সেরেগ্রো এখন শ্রীলঙ্কায় রপ্তানি হচ্ছে