কাল চট্টগ্রামে আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন

১৮ বিদেশিসহ যোগ দেবেন ৭শ’ ক্যান্সার বিশেষজ্ঞ

| বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:০৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন ‘অনকোকন২০২৪’ আগামীকাল শুক্রবার নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ চিটাগাংএ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই অনকোলজি কনফারেন্স মোট ৭শ’ জন ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জন অংশ নিবেন। এতে ১৮ জন বিদেশি বিশেষজ্ঞ যোগ দিচ্ছেন। চিকিৎসা বিজ্ঞানীদের এই মিলনমেলায় ১৮ টি সেশন থাকবে। আগের দিন আজ বৃহস্পতিবার নার্সদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ক্যান্সার বিশেষজ্ঞদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ডা. অ্যানি ক্যাথেরিন গুডম্যান, গাইনি অনকোলজিস্ট এভারকেয়ার হাসপাতাল, ঢাকার প্রফেসর ডা. রাজু তিতাস, যুক্তরাজ্যের ডা. ইমজিয়াজ আহমেদ প্রমুখ। এই সম্মেলনের অন্যতম পৃষ্ঠপোষক চট্টগ্রামের সন্তান স্কয়ার ক্যান্সার সেন্টারের প্রধান প্রফেসর ডা. সৈয়দ আকরাম হোসাইন। স্থানীয় পৃষ্ঠপোষক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাজ্জাদ মো. ইউসুফ।

পূর্ববর্তী নিবন্ধসরকারিভাবে বড় ধরনের ইফতার আয়োজন নয়
পরবর্তী নিবন্ধসরকারি আইনি সহায়তার সুফল পাচ্ছে অসহায় বিচারপ্রার্থী