আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর শরৎকালীন সেমিস্টার–২০২৫–এর অনার্স প্রোগ্রামের নবাগত ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আগামীকাল বুধবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের আগামীকালের প্রথম দিনের আয়োজনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠেয় এ আয়োজনে সভাপতিত্ব করবেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। প্রেস বিজ্ঞপ্তি।