কালো পলিথিনে ঢেকে টিলা কেটে পাকাঘর নির্মাণ

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে কালো পলিথিনে ঢেকে টিলা কেটে পাকাঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা পাড়ায় এই ঘর নির্মাণ করা হচ্ছে। জানা যায়, স্থানীয় হেলাল উদ্দিন টিলা কেটে পাকাঘর নির্মাণ করছেন। এতে পরিবেশে মারাত্মক ক্ষতি হচ্ছে। ইতোমধ্যে টিলার অনেকাংশ কেটে ফেলা হয়েছে। পাকাঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ইছহাক মিয়া সড়ক হয়ে চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের উল্টো পাশে গ্রামীণ সড়ক দিয়ে দক্ষিণ দিকে একটু ঢুকতেই টিলা কেটে পাকাঘর নির্মাণের স্থান। টিলা কেটে ভবন নির্মাণ কার্যক্রম লোকচক্ষুর আড়াল করতে ঢেকে দেয়া হয়েছে কালো পলিথিন দিয়ে। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে নির্মাণাধীন ভবনের মালিক হেলাল উদ্দিন কালো পলিথিনের ভেতরে প্রবেশ করতে বাধা প্রদান করেন। এছাড়া জায়গা ক্রয়ের একটি স্ট্যাম্প দেখান এবং সেটি দেখে চলে যেতে বলেন। হেলাল উদ্দিন জানান, ২০০৩ সালে ওই জায়গা তার পিতা মোহাম্মদ আতর আলী ক্রয় করেন। সেখানেই পাকাঘর নির্মাণ করা হচ্ছে। টিলা কাটার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, ঘর নির্মাণের জন্য শুধুমাত্র উঁচু নিচু জায়গা সমান করা হয়েছে। চুনতি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো. ইদ্রিস জানান, বন্দোবস্তী মূলে জায়গার মালিক হলেও টিলা কাটার কোনো সুযোগ নেই। লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে পাঁচ কিলোমিটারের রাস্তায় শতাধিক গর্ত
পরবর্তী নিবন্ধলোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরীর ইন্তেকাল