কালুরঘাট সেতু মেরামতের সময়সূচি পরিবর্তন

১৬ মার্চ রাত ১১টা থেকে ৬ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৭:০৬ পূর্বাহ্ণ

কালুরঘাট সেতু মেরামতের সময়সূচি পরির্বতন করেছে রেল কর্তৃপক্ষ। প্রথমে ১৪ মার্চ রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৬ ঘণ্টা রোড সার্ফেস কার্পেটিং কাজ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করলেও পরদিন সংশোধনী বিজ্ঞপ্তিতে ১৬ মার্চ মেরামতের সময় নির্ধারণ করা হয়। ১৬ মার্চ রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৬ ঘণ্টা সেতুর ওপর সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
মূলত সেতুর উপর ট্রেন ও যানবাহন চলাচলের ঝুঁকি এড়াতে রেলওয়ের প্রকৌশল বিভাগ জরুরি ভিত্তিতে সেতুর রোড সার্ফেস কার্পেটিং-এর কাজ করার উদ্যোগ নিয়েছে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে ভয়ঙ্কর-বিপজ্জনক হয়ে উঠেছে কালুরঘাট সেতু। সেতুর দুইপাশের কাঠের নিরাপত্তা বেস্টনির পাটাতন পচে নষ্ট হয়ে গেছে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচ উঠে প্রায় পৌনে এক কিলোমিটার দীর্ঘ এই সেতুতে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন সেতু দিয়ে যাতায়াত করছে। সেতুর ওপর দিয়ে ট্রেন ও গাড়ি দুটিই চলে, তবে ঝুঁকি নিয়ে। একমুখী এই সেতু পার হওয়া নিয়ে এমনিতেই বিড়ম্বনা পোহাতে হয় যাত্রীদের। সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। তাই জরুরি ভিত্তিতে কালুরঘাট সেতু মেরামত করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধওষুধ বণ্টনে গরমিল
পরবর্তী নিবন্ধসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত