নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে কালুরঘাট সেতু প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে অধিভুক্ত করে দ্রুততম সময়ে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম–৮ উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে তার পরিকল্পনা ও ভাবনা নিয়ে সাংবাদিকদের সামনে ১৯ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এসময় তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব জননেত্রী শেখ হাসিনা নিজে নিয়েছেন। কালুরঘাট সেতু জনগণের দাবি। এই উন্নয়ন প্রকল্প নিয়ে সবাই অবগত আছেন। অল্প সময় সেবা করার যতটুকু সুযোগ পাবো তাতে অগ্রাধিকার ভিত্তিতে কিছু উন্নয়ন কাজ করতে চাই। চট্টগ্রাম–৮ উপ নির্বাচনে নোমান আল মাহমুদ বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ নগরের নানা উন্নয়নসহ ১৯ দফা নির্বাচনী পরিকল্পনা ঘোষণা করেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন চট্টগ্রাম–৮ আসনে নৌকার প্রার্থীর প্রধান নির্বাচন এজেন্ট এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, শাহজাদা মহিউদ্দিন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম ফারুক, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, ডা. তিমির বরন চৌধুরী, কমান্ডার মোজাফ্ফর আহমদ, নুরুল আমিন চৌধুরী, নুরুল আমিন, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন।