প্রস্তাবিত কালুরঘাট সেতুর উচ্চতা নিয়ে বিআইডব্লিউটিএর আপত্তির প্রেক্ষিতে আজ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেতুর ব্যাপারে আজকের বৈঠকেই সিদ্ধান্ত হতে পারে-রেলওয়ের প্রস্তাবিত নকশা অনুযায়ী সেতুর উচ্চতা ৭ দশমিক ২ মিটার অথবা আরও একটু বাড়িয়ে ৯ মিটারে হচ্ছে কিনা-নাকি বিআইডব্লিউটিএর আপত্তি মোতাবেক ১২ দশমিক ২ মিটারেই করতে হবে। সব কিছু মিলে কালুরঘাট সেতুর আজ ভাগ্য নির্ধারণ বলা যায়। রেল কর্তৃপক্ষের প্রস্তুবিত নকশা অনুযায়ী সেতুর উচ্চতা ৭ দশমিক ২ মিটার থেকে বাড়িয়ে ৯ মিটারে করা গেলে (বিআইডব্লিউটিএর আপত্তি ছাড়া) মন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে দৃশ্যমান হবে সেতুর কাজ। আর যদি প্রস্তাবিত নকশায় বিআইডব্লিউটিএর আপত্তি থাকে (উচ্চতা ১২ দশমিক ২ মিটার করতে হয়) তাহলে জানুয়ারি থেকে মার্চের মধ্যে কাজ শুরু করতে বিলম্ব হতে পারে। গত বুধবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জরাজীর্ণ কালুরঘাট সেতু পরিদর্শনে এসে বলেছেন, রেলওয়ের প্রস্তাবিত নকশায় সেতুর উচ্চতা ৭ দশমিক ২ মিটার থাকলেও যেহেতু বিআইডব্লিউটিএর আপত্তি আছে, সেহেতু এই নতুন সেতুটি ৯ মিটার উচ্চতা পর্যন্ত করার সুযোগ রয়েছে।
তবে বিআইডব্লিউটিএ বলেছে, সরকারি গেজেট অনুযায়ী কর্ণফুলীর যে অংশে সেতু হবে সেখানে ১২ দশমিক ২ মিটারের নীচে সেতু করতে হলে সরকারি গেজেট পাল্টাতে হবে। এসব সম্ভব একমাত্র আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তেই। এই কারণে আজ রোববার ঢাকায় কারিগরি কমিটির সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে সেতুর উচ্চতার বিষয়টি। রেলের নকশায় বিআইডব্লিউটিএ সায় দিলে কালুরঘাট সেতু নির্মাণে আর কোন বাধা থাকবে না। এই আসনের বর্তমান সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেল কাম সড়ক সেতুর কাজ খুব দ্রুত দৃশ্যমান করতে চান।