কালুরঘাট সেতুতে ওঠার সময় টেম্পো খাদে, নিহত এক

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

কালুরঘাট সেতুর পূর্ব পাড়ে সিএনজিচালিত টেম্পো উল্টে মোবারক হোসেন রিপন (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরো ১৫ জন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটি খাদে পড়ে যায়।

নিহত রিপন মাদারীপুর জেলার শিবচর থানার মাতব্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি নগরীর মুরাদপুর এলাকায় ভাড়াবাসায় থেকে সিলভারের জিনিসপত্র ফেরি করতেন। দুর্ঘটনার সময় তিনি চালকের পাশের আসনে বসা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালীর দিক থেকে নগরের দিকে ছেড়ে আসা দ্রুতগতির যাত্রীবাহী টেম্পোটি সেতুর টোল বক্সের সামনে টোল অফিসের এক কর্মচারীকে ধাক্কা দিয়ে উল্টে পাশ্ববর্তী শৌচাগার সংলগ্ন খাদে পড়ে যায়। এ সময় টেম্পোতে থাকা চালকসহ ১৫ জন যাত্রী কমবেশি আহত হন। স্থানিয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মিজানুর রহমান জানান, বিকেলে দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন রোগীকে জরুরি বিভাগে আনা হয়েছিল সেখান থেকে দুই যাত্রীকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

টেম্পো দুর্ঘটনায় আহত রিপনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নগরীর পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আহত রিপনকে চমেক হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে ভর্তির দুদিন পর শিশু গৃহকর্মীর মৃত্যু
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের খাদ্য সহায়তায় ঘাটতি সাড়ে ১২ কোটি ডলার