নগরীর কালুরঘাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সেতু দে নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে বোয়ালখালী থানা এলাকার বাসিন্দা। গতকাল সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
কালুরঘাট পুলিশ ফাঁড়ির এসআই আজিজুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর সেতু দে নামের ওই যুবককে চমেক হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি।