বেইলী ব্রিজে ত্রুটির কারণে কালুরঘােেট হঠাৎ করে ফেরি চলাচল বন্ধ রাখায় দীর্ঘ প্রায় চার ঘণ্টার ভোগান্তিতে পড়তে হয়েছে পারাপারকারীদের। এ সময় কাউকে কাউকে বিকল্প পথে পারাপার হতে দেখা গেলেও আটকে থাকতে হয়েছে রোগীবাহী অ্যাম্বুলেন্স, মোটর সাইকেলসহ শত–শত যানবাহনকে। গতকাল মঙ্গলবার দুপুর হতে বিকেল পর্যন্ত এ চিত্র দেখা গেছে।
এম এ মান্নান নামের এক সংবাদ কর্মী বলেন, জরুরি একটি কাজে নিজের বাইক নিয়ে নগরে যাওয়ার জন্য বের হই। দুপুর ১টার দিকে এসে হঠাৎ দেখি ফেরি বন্ধ। খবর নিয়ে জানলাম বেইলী ব্রিজের মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলেই ফেরি চালু করা হবে। অগত্যা কি আর করা। বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হল। শুধু আমি নই। দুপাড়ে শত–শত যাত্রী আর বিভিন্ন যানবাহনকে এ অবস্থায় পড়তে হয়েছে।
নাসিমা আকতার নামের এক কলেজ ছাত্রী বলেন, কলেজ ছুটির পর ফেরি ঘাটে এসে শুনি ফেরি চলাচল বন্ধ। সবাই নৌকা দিয়ে পার হচ্ছে কিন্তু আমি ভয়ে পার হইনি। দীর্ঘ অপেক্ষার পর বিকেল ৪টার দিকে ফেরি চলাচল শুরু হলে তখন পার হয়ে বাড়ি আসি।
নাম প্রকাশে অনিচ্ছুক ফেরির এক কর্মচারী বলেন, বেইলী ব্রিজের একটি অংশ দেবে গিয়ে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছিল। তাই ওই অংশটুকু মেরামত করতে বেশ কিছু সময় ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছিল।
ভুক্তভোগীরা জানান, এ দৃশ্য শুধু আজকের নয় গত ১ আগস্ট ফেরি চলাচলের দিন থেকেই প্রতিদিনকার চিত্র এটি। প্রতিদিনই কোনো না কোনো কারণে পারাপারকারীদের দুর্ভোগে পড়তে হচ্ছে এখানে।