কালীপুরে প্রজন্ম একাত্তরের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাঁশখালী উপজেলার কালীপুরে অবস্থিত প্রজন্ম একাত্তর কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়। কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম সভাপতিত্বে অনুষ্ঠিত খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সালেক। কালীপুর রামদাশ মুন্সির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আ.ন.ম ফরহাদুল আলম সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ন্যাপ সভাপতি ডাক্তার আশিষ কুমার শীল, আওয়ামী লীগ নেতা আমির হোসেন বাবুল, কালীপুর ইউ.পি সদস সানন্দ রুদ্র,আনোরুল আজিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘বাংলাদেশে সুস্থ মুদ্রাস্ফীতি প্রবণতা চলমান’
পরবর্তী নিবন্ধজাফর আহমদ মেম্বার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে এন্ট্রি আহবান