কালভার্টে ধস, ঝুঁকির সাঁকোয় পারাপার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আবদুল গণি সড়ক পথের একটি কালভার্ট কয়েক মাস আগে ধসে পড়েছিল। এতে চরম ভোগান্তিতে পড়ে আশপাশের নয়টি গ্রামের কয়েক হাজার মানুষ। পরে ওই স্থান দিয়ে তৈরি করা হয় বাঁশের সাঁকো। সেই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে তারা এখন পারাপার হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, উত্তর রাঙ্গুনিয়ার ধামাইরহাট বাজার থেকে ১ কিলোমিটার দূরে ভাঙারপাড়া নামক স্থানে ধসে যাওয়া কালভার্ট স্থলে বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছে। এটি ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডকে সংযুক্ত করেছে। এটি দিয়ে কয়েক গ্রামের মানুষ যাতায়াত করেন। সাঁকোটি সরু হওয়ায় একজন করে পার হতে হয়। এতে এক পাশে কেউ সাঁকোতে উঠলে অপর পাশের লোকদের অপেক্ষা করতে হয়। তবে সাঁকো দিয়ে কোনো রকমে লোকজন পারাপার হলেও বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা-ভ্যান নিয়ে কেউ চলাচল করতে পারছে না। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার জনসাধারণকে। শুধু কালভার্টটিও নয়, তিন কিলোমিটার দীর্ঘ আবদুল গণি সড়কটিরও বেহাল দশা। এই সড়কটি ৯টি গ্রামের মানুষের যাতায়াতের সহজ মাধ্যম। গত ৫ জুন কালভার্টটি ভেঙে পড়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির জরুরি হস্তক্ষেপে ৫ লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয় এবং এক স্থানে গাইডওয়ালও নির্মাণ করা হয়। স্থানীয় আবদুল মালেক বলেন, আশেপাশের কয়েক হাজার মানুষ এই সড়ক পথে কালভার্ট দিয়ে পারাপার হতো। এটি ধসে যাওয়ার পর থেকে এসব গ্রামের কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। রহিম উদ্দিন নামে অপর এক ব্যক্তি বলেন, এই সাঁকো দিয়ে কোনো রকমে লোকজন পার হতে পারলেও একটি সাইকেলও পারাপার করা যায় না। গ্রামের কৃষক আবদুল খালেক বলেন, আমাদের অঞ্চলের মানুষ প্রধানত কৃষিজীবি। এখানকার উৎপাদিত বিভিন্ন ফসল হাটবাজারে বিক্রি করেন কৃষকেরা। তবে কালভার্ট ধসে যাওয়ার পর থেকে এসব ফসল হাটবাজারে নিতে তাঁদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার বলেন, সাধারণ মানুষের চলাচলের জন্য কালভার্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরুরি ভিত্তিতে সেখানে স্থায়ী কালভার্ট নির্মাণ প্রয়োজন। এলাকাবাসীও সেখানে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন।উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম বলেন, ধসে যাওয়া কালভার্টটি নতুনভাবে নির্মাণ করা হবে। এটি আম্পান প্রকল্পে অন্তর্ভূক্ত করা হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর (পিডি) সরেজমিনে এসে দেখে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে র‌্যাবের ওপর হামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার