কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে গৃহ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান

মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের উদ্যোগ

| বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

মীরসরাই এসোসিয়েশনচট্টগ্রামের উদ্যোগে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও দুস্থ ১০ পরিবারের মাঝে গৃহ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার মীরসরাই উপজেলা পরিষদ চত্বরে আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, . কামাল উদ্দিন, সভাপতি মাহফুজুল হক মনি, সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁঞা, বেলায়েত হোসেন, মোফাজ্জল হোসেন রাজিব, রুহি মোস্তফা, ইঞ্জিনিয়ার কামরুল আলম, আইয়ুব আলী প্রমুখ।

এসোসিয়েশন সভাপতি মাহফুজুল হক মনি ও সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁঞা বলেন, মীরসরাই এসোসিয়েশনের মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে মীরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণে ১০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতরুণদের শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতেই তারুণ্যের সমাবেশ
পরবর্তী নিবন্ধজীবন একটি ক্ষণস্থায়ী বরফখণ্ড সচেতন না হলে গলে যাবে