কার্তিক অগ্রহায়ণ মৌসুম ভাই,
লাগে অতি মিষ্টি।
ফসলি মাঠ সোনালী ধান,
কাড়ে সবার দৃষ্টি।
ভোরে হালকা কুয়াশায় যে,
ঠান্ডা অনুভূতি।
ধীরে ধীরে দুপুরে কিছু,
বাড়ে রৌদ্রের গতি।
নতুন ধানের নতুন চালের,
ভাপা পিঠা মজা।
ভোরে ওঠে গরম গরম,
বানায় মা তরতাজা।
মোহাম্মদ মিজান মাঝি | বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৩৩ পূর্বাহ্ণ