আমি প্রচলিত ইস্যুতে কথা বলতে চাই না। তবে চুপচাপ থাকাটা সয়না। ধর্মের নামে এসব কি হচ্ছে? পুলিশ পটকা মাছের মত পেট ডুলিয়ে ডিউটি পালন করেন, দৃষ্টির তীব্রতা নেই। সরকার ঘুম কাতুরে হয়ে মন্দির, মুর্তি ও আগুনের উত্তাপের ভালবাসা সুগন্ধ সুখিয়ে মানুষ মারার তাণ্ডব দেখছেন–আমরা যাবো কোথায়? কি আমাদের পরিচয়? বাঙাল না সংখ্যালঘু? চোখের নোনতা পানি পড়ে চামড়া ঝলসিয়ে উঠছে, মুখের কন্ঠ বন্ধ হয়ে বাকরুদ্ধ। আমরা কি নমরুদের নগ্ন তামাশায় হারালাম? মাঠে এরা কারা? দুর্গামণ্ডপে আঘাত করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক মাঠে ফায়দা গ্রহণের ঐ পশু মারা অরাজকরা কি? প্রশাসন কঠোর হয়ে কি তা দামিয়ে দিতে পারেনা? প্রতিবারেই দুর্গা উৎসব এলে পশুদের এমন আচরন হয়, সরকার কি তা পূর্ব প্রস্তুতি নিয়ে চিহ্নিত তালিকাভুক্তদের নজরদারিতে রাখা যায় না? কুমিল্লায় ঘটনার রেশ তুলে, কত মানুষ, মূর্তি, মন্দির, ঘরবাড়ি আগুনে ভস্ম হয়ে গেল- তার রেশ কি সংখ্যালঘুরা পোহাবে? ইকবাল নামক পাষাণ্ড থেকে জানুন, সে কার ইঙ্গিতে, কার ইশারায় কোরান অবমাননার মত হীন কর্মে জড়িয়ে সর্বনাশের রক্তের বাহবা পোহালো? কারা এর ইন্ধনদাতা সব জানতে হবে।