আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী কারাবন্দী আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান। তিনি বলেন, ‘বড় বড় আলেমগণ জেলে বন্দী আছেন। ‘মিথ্যা’ মামলায় তারা বিভিন্ন জুলুমের শিকার হচ্ছেন। কারাবন্দী আলেমদের মুক্তির ব্যবস্থা করুন। মজলুমদের মুক্তি দিলে দেশে শান্তি ফিরে আসবে। যদি জুলুম থেকে বাঁচা না যায় তাহলে ক্ষমতা উল্টে যাবে। আল্লাহ তায়ালা জালেমকে ছেড়ে দেন না। দুনিয়া-আখিরাতে শাস্তির সম্মুখীন হতে হবে। আলেমদের মুক্তির জন্য আমাদের সবার দোয়া করা উচিত।’ আল আমিন সংস্থার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হাফেজ রিজওয়ান আরমানের সঞ্চালনায় হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা শেখ আহমাদ, মুফতী জসীমউদ্দিন, মাওলানা হাবিবুল হক বাবু, মাওলানা ওসমান সাঈদীর ধারাবাহিক সভাপতিত্বে দ্বিতীয় দিবসের কার্যক্রম পরিচালিত হয়। তাফসীর মাহফিলে আলোচনায় আরো অংশ নেন, মাওলানা লোকমান হাকিম, ড. মাওলানা নুরুল আবছার আজহারী প্রমুখ।
কাসেমী, মাওলানা মুরতজা হাসান ফয়েজী, মুফতি কেফায়তুল্লাহ আজহারী, মাওলানা উবাইদুর রহমান হুজাইফি প্রমুখ। পবিত্র কুরআন কারীম থেকে তেলাওয়াত করেন বিশ্বজয়ী ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম।